6980

04/20/2025 কুলিয়ারচরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

কুলিয়ারচরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ থেকে

১২ অক্টোবর ২০২১ ১৯:০০

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় কয়েকজন মরদেহটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]