700

04/03/2025 ধারাভাষ্যকে বিদায় জানালেন বয়কট!

ধারাভাষ্যকে বিদায় জানালেন বয়কট!

ক্রীড়া ডেস্ক

৭ জুন ২০২০ ১৫:৩৬

ধারাভাষ্যকে বিদায় জানালেন ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক অধিনায়ক জিওফ বয়কট। করোনাভাইরাস আতঙ্ক এবং সামাজিক দূরত্বের কথা ভেবে তাঁর এমন সিদ্ধান্ত এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন বয়কট।

তিনি লিখেছেন, ‘১৪ বছরের অসাধারণ ক্যারিয়ারের জন্য আমি বিবিসি টেস্ট ম্যাচ স্পেশাল ধারাভাষ্য দলকে ধন্যবাদ জানাই। আমি এই যাত্রা দারুণ উপভোগ করেছি। ক্রিকেটকে আমি আরও ভালবেসেছি। আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ধারাভাষ্য উপভোগ করেছেন। সবমিলিয়ে এই যাত্রা খারাপ ছিল না।'

গত ১৪ বছর ধরে বিবিসির টেস্ট ম্যাচ বিশেষজ্ঞ ধারাভাষ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন জিওফ বয়কট।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]