7008

03/14/2025 দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১৪ অক্টোবর ২০২১ ০০:৫২

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৩০ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন। এদিন সুস্থ হয়েছেন ৫০৫ জন। এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ১৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২.৩৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২০ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫.৬১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭.৫৪ শতাংশ এবং মৃত্যু হার ১.৭৭ শতাংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]