প্রায় বছর তিনেক থেকে ব্রেইন টিউমারে ভুগছেন বাংলাদেশের সাবেক জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল। প্রচুর অর্থ ঢেলে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করিয়েছেন। কদিন আগেই ২৪ নম্বর কেমোথেরাপি শেষে নিজের ফেসবুকে পেজে ভক্তদের তা জানিয়েছিলেন।
মোশাররফের পরিবার ও ভক্তরা আশার আলো দেখতে শুরু করেছিল। দেখে শুনে মনে হচ্ছিলো, সুস্থ হওয়ার পথেই রয়েছেন মোশাররফ রুবেল। কিন্তু হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যায় জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনারের।
সে কারণে গতকাল রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় মোশাররফ রুবেলকে।
জানা যায়, রুবেলের অবস্থা খুব সংকটাপন্ন না হলেও খুব একটা স্থিতিশীলও না। কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিলো। বর্তমান অবস্থায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়াকে উত্তম মনে করছেন।