7021

03/13/2025 শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু

শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু

মানিকগঞ্জ থেকে

১৪ অক্টোবর ২০২১ ১৯:৩০

মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক‌্যাল কলেজে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বয়সীদের টিকাদান কার্যক্রম।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মেডিক‌্যাল কলেজ হলরুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কমর্সূচির উদ্বোধন করেন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলা শহ‌রের সরকারি বালক উচ্চ বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী, সরকারি এস কে বা‌লিকা বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী‌, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]