খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে অবস্থিত ইসলামপুর পুটিমারি গ্রাম। গ্রামের দক্ষিণ পাড়া ঘেষেই আঠারবেঁকী নদী। বছর কয়েক আগে পলিমাটি জমে নদীটি তার অস্তিত্ত্ব হারায়। সম্প্রতি সরকারীভাবে খননের ফলে নদীটি পুনরায় তার হারানো গৌরব ফিরে পায়।
কিন্তু খননের ফলে পুটিমারি দক্ষিণ পাড়ার জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটি নদী তীর থেকে নিচু হয়ে যায়। ফলে বিপাকে পড়ে এই এলাকার মানুষ। আঠারবেঁকী নদী পুনখননের পর অত্র এলাকাসহ আশপাশের জলাবদ্ধতা নিরসনের একমাত্র খাল ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছে। পাশাপাশি কিছু ভূমিদস্যুর জমি দখলের কারণে খালটি এখন বিলিন প্রায়। ফলে শত শত মানুষ বছরের পর বছর পানিতে হাবুডুবু খাচ্ছে।
শতাধিক নিম্নবিত্ত পরিবারের বসবাস এ গ্রামে। যাদের জীবন কাটে কখনো ইটের ভাটায়, কখনো মাছের ঘেরে আবার কখনোবা ফসলি জমিতে দিন মজুরের কাজ করে। পুটিমারি বিল ও বাসুয়াখালী বিলের লক্ষ লক্ষ একর ফসলি জমি এখন জলাবদ্ধ। যে কারনে ফসল ফলাতে না পেরে প্রতিনিয়ত দারিদ্রতার কষাঘাতে অসহায় ও নিরুপায় হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে শ্রমজীবী মানুষ।
অচিরেই এই খাল পুর্ণুদ্ধার করে পুটিমারি দক্ষিণপাড়া রাস্তার সংযোগস্থল ও ওয়াবদা রাস্তার সংযোগস্থলে বিশেষায়িত সুইচগেট নির্মাণ করলে এ সমস্যার সমাধান হবে বলে এলাকাবাসীর দাবী।