7038

03/14/2025 বরিশালের ক্ষুদে লেগস্পিনারের বোলিংয়ে মুগ্ধ শচিন

বরিশালের ক্ষুদে লেগস্পিনারের বোলিংয়ে মুগ্ধ শচিন

ক্রীড়া প্রতিবেদক

১৫ অক্টোবর ২০২১ ১৫:২৯

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বরিশাল সদরের ছয় বছর বয়সী সাদিদের লেগস্পিন বোলিংয়ের একটি ভিডিও ক্লিপ। যা পৌঁছে গেছে কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কাছে। ছোট্ট সাদিদের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন তিনি।

এমনকি নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শচিন লিখেছেন, ‘ওয়াও‍! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেলাম। এটি অসাধারণ। খেলাটির জন্য এই ছোট্ট ছেলেটির ভালোবাসা ও প্যাশন এখানে সুস্পষ্ট।’

এর আগে গত ১০ অক্টোবর সিরাজুল ইসলাম শুভ নামের বাংলাদেশের এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি নিজের প্রোফাইলে আপলোড করেন। সেখানে তিনি ক্ষুদে স্পিনারের জবানিতে লিখেন, 'এখন অনুশীলনের সময়। আমি প্রতিদিনই শিখছি।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]