706

03/14/2025 বর্ণবাদবিরোধী আন্দোলনে যোগ দিলেন ম্যাডোনাও

বর্ণবাদবিরোধী আন্দোলনে যোগ দিলেন ম্যাডোনাও

বিনোদন ডেস্ক

৭ জুন ২০২০ ২১:২৬

গত ২৫ মে হাঁটু দিয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরে হত্যার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। হত্যাকাণ্ডের পর থেকে দেশটিতে চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। জর্জ ফ্লয়েডের পরিণাম দেখে বর্ণবাদ দূর করতে চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।

যুক্তরাষ্ট্রের সাবেক চার প্রেসিডেন্ট এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। এছাড়াও সমর্থন জানিয়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন শোবিজ, সঙ্গীত, খেলাধুলা জগতের তারকারাও।

এবার ক্রাচে ভর দেওয়া অবস্থায় লন্ডনে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা গেছে মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনাকেও। কালো পোশাক ক্রাচে ভর দিয়ে তিনি আন্দোলনে যোগ দেন।

গত অক্টোবরের পর থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন ৬১ বছর বয়সী ম্যাডোনা। কিন্তু সারা বিশ্বে চলা বর্ণবাদবিরোধী বিক্ষোভে ঘরে বসে থাকতে পারেননি তিনি।

গত ২৫ মে প্রতারণায় অভিযোগে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে গ্রেফতার হওয়ার পর হত্যা করা হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে। বর্ণবাদবিরোধী আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে কানাডা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ নানা দেশে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]