7063

03/14/2025 আইপিএল ম্যান অফ দ্য টুর্নামেন্ট হর্শাল পাটেল

আইপিএল ম্যান অফ দ্য টুর্নামেন্ট হর্শাল পাটেল

ক্রীড়া প্রতিবেদক

১৬ অক্টোবর ২০২১ ১৯:৫৮

এবারের আইপিএল আসরে সবাইকে পেছনে ফেলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট জিতে নিয়েছেন হর্শাল পাটেল। পুরো আসরে তার সংগ্রহ ৩২ উইকেট সাথে ইকোনমি ৮.১৪।

হর্শালের পরে বোলিংয়ে আভেশ খান ও জাসপ্রীত বুমরাহ ২৪ ও ২১ উইকেট শিকার করে ২য় এবং ৩য় অবস্থানে আছেন।

এছাড়াও ব্যাটিং এ ৬৩৫ করে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন রুতুরাজ। তার থেকে মাত্র ২ এবং ৯ রানে পিছিয়ে আছেন ডু প্লেসিস এবং কে এল রাহুল। আসরে তাদের মোট রান ৬৩৩ ও ৬২৬। পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কে এল রাহুল। ১৩ ইনিংসে সিক্স মেরেছেন ৩০ টি।

২০২১ সহ এই পর্যন্ত আইপিএল ট্রফির দ্বিতীয় সর্বোচ্চ অধিকারী চেন্নাই সুপার কিংস। এই নিয়ে মোট ৪ বারের চ্যাম্পিয়ন তারা। তবে এবারের আসরে শেষ চারে না এলেও ৫ বারের লিডিং চ্যাম্পিয়নশিপের নামটা এখনো মুম্বাই ইন্ডিয়ান্সের দখলেই।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]