7066

03/14/2025 জয় উদযাপন করতে মাঠে ধোনি-রায়নার পরিবার

জয় উদযাপন করতে মাঠে ধোনি-রায়নার পরিবার

রাহনুমা চৌধুরী

১৬ অক্টোবর ২০২১ ২০:৪৮

ধোনির নেতৃত্বে ৪র্থ বার আইপিএল ট্রফি তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় ধোনির চেন্নাই।

ফাইনালে চেন্নাইকে সাপোর্ট করতে মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবিন উথাপ্পাসহ অনেকের পরিবার ও কাছের বন্ধুবান্ধব গতকাল স্টেডিয়ামে উপস্তিত ছিলেন। খেলা চলাকালীন বেশ কয়েকবার বাবার জন্য চিয়ার আপ করতে দেখা যায় ধোনি কন্যা জিবাকে। সাথে ছিলেন মা সাক্ষী ধোনি। সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াংকা চৌধুরী রায়না ও দুই সন্তান ‘গ্রেসিয়া এবং রিও' মাঠে উপস্থিত ছিলেন বাবাকে সাপোর্ট করতে।

খেলা শেষে ট্রফির আনন্দ নিতে মাঠে নামেন তারা। সকলের এক সাথে ছবিতে জয়ের আনন্দ স্পষ্ট ফুটে ওঠে। ধোনির মেয়ে জিবার ট্রফি হাতে কিছু ছবি ও গ্রেসিয়াকে সঙ্গী করে নাচার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়।

আসরের শুরু থেকেই শোনা যাচ্ছিলো হয়ত এটাই ধোনির শেষ আইপিএল। গত দুবছর থেকেই আইপিএল ছাড়া আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির উপস্থিতি নেই। তবে হলুদ জার্সিতে আবারও ধোনিকে মাঠে দেখার আশা রাখেন ভক্তকুল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]