7077

05/08/2024 যুক্তরাষ্ট্রের বন্দিশালা থেকে মুক্তি পাচ্ছে শেষ আফগান বন্দি

যুক্তরাষ্ট্রের বন্দিশালা থেকে মুক্তি পাচ্ছে শেষ আফগান বন্দি

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর ২০২১ ১৫:২১

কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বন্দিশালা গুয়ানতানামো থেকে সব আফগান বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ওই বন্দিশালায় বর্তমানে বন্দি আছেন আফগান নাগরিক আসাদুল্লাহ হারুনগুল। তিনিই গুয়ানতানামোয় বন্দি সর্বশেষ আফগান নাগরিক বলে জানা গেছে।

এবার তাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আসাদুল্লাহ হারুনগুল কোনো উগ্রবাদি সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন না এবং তিনি তার অতীতের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়েছেন বলে তাকে মুক্তি দেওয়া হচ্ছে।

২০০৭ সালে উগ্রবাদি সংগঠনকে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আসাদুল্লাহ হারুনগুলকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]