7093

03/14/2025 ব্রিটিশ এমপি খুনের ঘটনায় আটক ১

ব্রিটিশ এমপি খুনের ঘটনায় আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর ২০২১ ০০:২৫

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেসকে হত্যার ঘটনায় ২৫ বছর বয়সী আলী হারবি আলীকে আটক করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে আটক দেখানোর পর লন্ডনের পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। খবর- বিবিসি।

শুক্রবার এমপি অ্যামেস ছুরিকাঘাতে খুন হওয়ার সময় ঘটনাস্থল থেকে ছুরিসহ আলীকে আটক করে পুলিশ।

প্রথমে আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও শুক্রবার রাতে তাকে সন্ত্রাসবাদ আইনে আটক দেখানো হয়। শনিবার আদালত তাকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]