7099

03/14/2025 তরুণীর পেটে ৬ কেজি চুল!

তরুণীর পেটে ৬ কেজি চুল!

আন্তর্জাতিক ডেস্ক

১৮ অক্টোবর ২০২১ ০৩:০১

জর্ডানে ট্রাইকোটিলোম্যানিয়া নামের মানসিক ব্যাধিতে আক্রান্ত এক তরুণীর পেট থেকে ৬ কেজির বেশি চুল অপসারণ করেছেন চিকিৎসকেরা। খবর- গালফ নিউজ।

এ বিষয়ে জর্ডানের আল বশির হাসপাতালের মহাপরিচালক ড. আলি আল আবদাল্লাত বলেন, ২০ বছর বয়সী তরুণীটি ট্রাইকোটিলোম্যানিয়া নামের মানসিক ব্যাধিতে ভুগছে। এই রোগে মাথার চুল, ভ্রু বা আপনার শরীরের অন্যান্য জায়গা থেকে চুল ছিঁড়তে থাকে।

কয়েক দিন আগে পেটে তীব্র ব্যথা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হন ওই তরুণী। সে কোনো কিছুই খেতে পারছিল না। এতে গত বছর তাঁর ওজন ৬ কেজি কমে যায়।

ওই তরুণী জানিয়েছেন, গুরুতর মানসিক চাপের মধ্যে পড়েছিল এবং প্রচুর পরিমাণে চুল খেয়েছিলেন তিনি। এক্স-রে ছবিতে তাঁর পেটে চুলের একটি বড় স্তূপ, যা পাচনতন্ত্রকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]