7119

04/04/2025 করোনায় দেশে আরও ১০ জনের মৃত্যু

করোনায় দেশে আরও ১০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২১ ০১:২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৮ অক্টোবর) আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮১২টি নমুনা।

মোট নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ ৩ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]