7139

03/14/2025 লুফে নিন ঋতুপর্ণার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ!

লুফে নিন ঋতুপর্ণার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ!

বিনোদন ডেস্ক

১৯ অক্টোবর ২০২১ ২২:৪৭

সম্প্রতি অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন টালিউডের প্রথম সারির অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বাংলায় রয়েছে তার অসংখ্য ভক্ত। আর সেই ভক্তদের জন্যই দারুণ সুযোগ করে দিচ্ছেন এ জনপ্রিয় অভিনেত্রী। আর সেটা তার সঙ্গে আড্ডা দেয়ার সুযোগ।

কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর সঙ্গে ‘ফুলমতি’ শিরোনামে একটি গান গেয়েছেন ঋতুপর্ণা। সদ্য শেষ হওয়া দুর্গাপূজা উপলক্ষে গানটি প্রকাশিত হয়েছে।

এই গানের একটি রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋতুপর্ণা। সেই সঙ্গে ভক্তদের দিলেন খুশির খবর। বললেন, ‘আমার সাথে আড্ডা দিতে চান? তাহলে করতে হবে ছোট্ট একটা কাজ। ফুলমতি গানের রিল বানান। সেরার সেরা রিলমেকারের জন্য থাকবে আমার পক্ষ থেকে উপহার আর অনেক আড্ডা।’

অবশ্য ঋতুপর্ণা যেহেতু কলকাতার মানুষ, সুযোগটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ভক্তরা পাচ্ছেন। এখন দেখার পালা, কার রিলে তিনি মুগ্ধ হন, আর কে পান তার সঙ্গে আড্ডা দেয়ার সুযোগ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]