কিছুদির আগে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। এ নিয়ে শোবিজ অঙ্গনে কানাকানি কম হয়নি। এমনকি একবার মিডিয়ার সামনে মেজাজ হারিয়েছিলেন সামান্থা।
তবে এবার আর চুপ থাকেননি সামান্থা। একজন অ্যাডভোকেট ও কয়েকটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তিনি। খবর- টাইমস অব ইন্ডিয়া।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সুমন টিভি, তেলেগু পপুলার টিভিসহ বেশ কিছু ইউটিউব চ্যানেল সামান্থার সম্মানহানি করেছে। এসব চ্যানেলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হবে। এছাড়া ভেঙ্কট রাও নামে একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। সামান্থার বিবাহিত জীবন নিয়ে ভেঙ্কট রাও বক্তব্য দিয়েছিলেন।