আর মাত্র কয়েকদিন পরই ঢাকাই সিনেমার বহুল আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন। প্রতিবারই পরীমনি বেশ জাঁকজমক ভাবে পালন করেন এই দিনটি।
এমনকি তার জন্মদিনে যারা আমন্ত্রণ পান সে অতিথিদের জন্যও থাকে ‘ড্রেসকোড’। এবারও পরীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে লাল অথবা সাদা রঙের পোশাক পরে। গত বছরের জন্মদিনে ড্রেসকোড ছিল সবুজ।
অভিজ্ঞরা বলে থাকেন, পরীর আগে বাংলাদেশে কোনো চলচ্চিত্র তারকাকে এভাবে ধারাবাহিকভাবে জাঁকজমকপূর্ণ জন্মদিনের অনুষ্ঠান করতে দেখা যায়নি।