721

03/14/2025 ৫ ব্যাংকে ৩০১ অফিসার নিয়োগ

৫ ব্যাংকে ৩০১ অফিসার নিয়োগ

অর্থনৈতিক ডেস্ক

৯ জুন ২০২০ ১৭:২১

রাস্ট্রায়াত্ব ৫ ব্যাংকে ৩০১ জন অফিসার (ক্যাশ) পদে নিয়োগের ফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।

সোনালী ব্যাংক লিমিটেডে ১০৪ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৩৯, রূপালী ব্যাংকে ৫৪, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩ এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে একজনসহ ৩০১ জনকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা এবং প্রার্থীদের পছন্দের ক্রমের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা করা হয়েছে।

গত বছরের ১৯ এপ্রিল পাঁচ ব্যাংকে সমন্বিতভাবে অফিসার (ক্যাশ) পদে দ্বিতীয় পর্যায়ে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৩ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হয়।

নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]