7211

03/13/2025 লক্ষ্মীপুরে অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর থেকে

২৩ অক্টোবর ২০২১ ১৫:৪৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের ঝাউডগি গ্রামের একটি বিল থেকে শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিমঘরে রাখা হয়েছে।

ওই কিশোরের পড়নে জিন্স ও লাল রঙের টি-শার্ট রয়েছে। নিহতের ঠিকানা ও স্বজনদের খোঁজে চেষ্টা চালাচ্ছে রায়পুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরিও করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমা আক্তার বলেন, ওই কিশোরের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি হিমঘরে রাখা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, বিলে কিশোরের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। কেউ নিহতের পরিচয় পেলে রায়পুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]