7217

03/31/2025 ইরানের তেহরানে ২ বছর পর জুমার নামাজ আদায়

ইরানের তেহরানে ২ বছর পর জুমার নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০২১ ১৯:০৩

মহামারি করোনাভাইরাসের শুরুর পর ইরানে সব ধরনের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা ছিল। প্রায় দুই বছর পর শুক্রবার প্রায় ২০ মাস পর শুক্রবার। ইরানের রাজধানী তেহরানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে।

তেহরান ইউনিভার্সিটিতে জুমার নামাজ আদায়ের আগে দেওয়া বক্তব্যে ইমাম মোহাম্মদ জাভেদ হজ আলি আকবরি বলেছেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত মধুর দিন। বিধিনিষেধ ও বঞ্চনার পর আমাদেরকে জুমার নামাজ ফিরিয়ে দেওয়ার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই।’

জুমার নামাজ আদায়ের অনুমতি দিলেও মসজিদে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা ও মাস্ক পরে আসার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রাজধানী তেহরান ছাড়াও অন্যান্য শহরে শুক্রবার জুমার নামাজ আদায় হয়েছে বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]