7221

03/15/2025 মুক্তির পর আবারও আটক মিয়ানমারের শতাধিক বিক্ষোভকারী

মুক্তির পর আবারও আটক মিয়ানমারের শতাধিক বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০২১ ২১:২৮

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী শতাধিক বিক্ষোভকারকে মুক্তির পর পুনরায় আটক করেছে মিয়ানমারের সামরিক জান্তা। খবর- বার্তা সংস্থা এএফপি।

অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি সংগঠন জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আটক করা হয়েছে ৮ হাজারের বেশি বিক্ষোভকারীকে।

সোমবার সেনাবাহিনী ৫ হাজারেরও বেশি বন্দিকে মুক্তির ঘোষণা দেয়। তবে ঠিক কতজনকে মুক্তি দেওয়া হয়েছে তা যাচাই করা যায়নি। মুক্তির পরপর অন্তত ১১০ জনকে পুনরায় আটক করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]