7236

03/14/2025 সারাবিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

সারাবিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর ২০২১ ১৭:৫৯

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৫ হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ২৭৪ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৭৮৯ জন।

রোববার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪১ লাখ সাত হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৯ লাখ ৫৯ হাজার ৩৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯৯৫ জন।

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৫৬ হাজার ২০৫ জন।

তালিকায় ২য় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৮৪৩ জন। মারা গেছেন ৪ লাখ ৫৪ হাজার ৩০১ জন।

তালিকায় ৩য় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ ২৩ হাজার ৫৫৯ জনে। মারা গেছেন ৬ লাখ ৫ হাজার ৫৬৯ জন।

এ তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]