7243

03/14/2025 অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

বিনোদন ডেস্ক

২৪ অক্টোবর ২০২১ ২২:৩৬

জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৪ অক্টোবর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন।

মাহমুদ সাজ্জাদ এর ভাই ম. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুর সাড়ে তিনটার সময় মারা গেছেন মাহমুদ সাজ্জাদ।

মাহমুদ সাজ্জাদ করোনা পজিটিভ ছিলেন। গত ১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

পরবর্তীতে তাঁর করোনা নেগেটিভ আসে। কিন্তু কোভিড পরবর্তী জটিলতার কারণে তাঁকে আবারও আইসিইউতে নিতে হয়। কিন্তু শেষপর্যন্ত আর ফিরে আসতে পারলেননা জনপ্রিয় এই অভিনেতা। আজ না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

ভাইয়ের বিদেহি আত্মার জন্য জন্য দেশবাসী এবং শিল্প-সংস্কৃতি অঙ্গনের সবার কাছে দোয়া চেয়েছেন ম. হামিদ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]