7257

03/22/2025 কাশ্মীরে যশ-নুসরাতের প্রেম!

কাশ্মীরে যশ-নুসরাতের প্রেম!

বিনোদন ডেস্ক

২৫ অক্টোবর ২০২১ ২২:৩২

দুর্গাপূজা শেষ, সামনে কালীপূজা। উৎসবের এ মাসে বাঙালিকে ঘরে রাখা দায়। এ সময়টিকে কাজে লাগিয়েছেন যশ-নুসরাত। কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন দুই তারকা। আর সেখানেই জমে উঠেছে দুজনের প্রেম।

ঘুরতে যাওয়ার আগেই বিমানবন্দরের ছবি আর ভিডিও পোস্ট করে আগেই জানিয়েছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। গুঞ্জন ছিল তারা কাশ্মীর যাচ্ছেন। সেই গুঞ্জনই সত্য হলো যশের ইনস্টাগ্রাম স্টোরিতে। জম্মু-কাশ্মীরের গাণ্ডেরওয়াল এলাকার ওয়েদার চেকের ছবি পোস্ট করেছেন যশ।

শীতে সেখানে বেশ ভালোই সময় কাটছে তাদের। একই টাঙার সামনে ছবি পোস্ট করেছেন দুজনে। ক্যাপশনে লিখেছেন ‘উইন্টার ইজ কামিং’ অর্থাৎ শীতকাল আসছে। একই ক্যাপশনে যেনো দুই তারকার প্রেম জমে উঠেছে।

‘উইন্টার ইজ কামিং’ কথাটি আসলে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর ট্যাগ লাইন। সেই লাইনটিই নিজেদের আবেগ প্রকাশের জন্য ব্যবহার করেছেন। হ্যাশট্যাগ হিসেবে ‘গেম অফ থ্রোনস’ শব্দটিও ব্যবহার করেন দুই তারকা।

কয়েকদিন আগে যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেন কলকাতার সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। তারপর থেকেই যেন নেটিজেনরা আরও বেশি যশরত চর্চা শুরু করেন। খবর-সংবাদ প্রতিদিন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]