7259

03/22/2025 পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ডিও লেটার!

পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ডিও লেটার!

ডেস্ক রিপোর্ট

২৫ অক্টোবর ২০২১ ২৩:৫৯

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত দু’টি ভুয়া সুপারিশ ও একটি ডিও লেটার ধরা পড়েছে। জালিয়াতির বিষয়টি নিয়ে এক নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয় গণ-বিজ্ঞপ্তি জারি করে সবাইকে সতর্ক করেছে।

সোমবার (২৫ অক্টোবর) জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত দু’টি ভুয়া সুপরিশ ও একটি ডিও লেটার বিভিন্ন মন্ত্রণালয়ে পাওয়া গেছে।

এ কারণে পররাষ্ট্রমন্ত্রীর যে কোন সুপারিশ ও ডিও লেটারের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের পূর্বে মন্ত্রণালয় থেকে সঠিকতা যাচাই করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]