7265

03/13/2025 ফের পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

ফের পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

আদালত প্রতিবেদক

২৬ অক্টোবর ২০২১ ০৪:৪০

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় তারিখ আবারও পেছালো। এই নিয়ে এ মামলার প্রতিবেদন পিছিয়েছে ৮২ বার।

সোমবার (২৫ অক্টোবর) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে পারেনি।

এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট শহিদুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৪ নভেম্বর ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]