7294

03/14/2025 মিয়ানমারের ভয়াবহ সহিংসতার নিন্দা জানালেন বাইডেন

মিয়ানমারের ভয়াবহ সহিংসতার নিন্দা জানালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২১ ১৬:৪৫

মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ও ‘ভয়াবহ সহিংসতার’ নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে ভার্চুয়াল ভাষণে বাইডেন এ নিন্দা জানিয়েছেন।

এক বিবৃতিতে বলেছে, বাইডেন ‘বার্মায় সমরিক অভ্যুত্থান ও ভয়াবহ সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশটির সামরিক শাসককে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে অন্যায্যভাবে যাদের আটক রাখা হয়েছে তাদের মুক্তি ও গণতন্ত্রের পথে বার্মাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]