7296

03/14/2025 ভারতে সাবমেরিনের তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৩

ভারতে সাবমেরিনের তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২১ ২০:১২

ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন আধুনিকীকরণ প্রকল্পের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে নৌসেনার এক কর্মকর্তা এবং দুইজন সাবেক অফিসারকে গ্রেপ্তার করেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। খবর এনডিটিভির।

নৌবাহিনীর রুশ সাবমেরিনগুলো আধুনিকীকরণ প্রকল্পের বেশ কিছু ‘স্পর্শকাতর’ নথি পাচারের সঙ্গে তারা জড়িত। গ্রেপ্তার হওয়া নৌসেনা কমান্ডার পর্যায়ের অফিসার। তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়।

নৌবাহিনীর তরফ থেকেও তথ্য পাচারের অভিযোগের ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন রিয়ার অ্যাডমিরাল পর্যায়ের এক কর্মকর্তা।

তবে রাশিয়া থেকে কেনা ভারতীয় নৌসেনার সাবমেরিনগুলোর ঠিক কী কী তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কয়েক বছর আগে ফ্রান্স থেকে কেনা স্করপেন গোত্রের ছয়টি সাবমেরিনের ক্ষেত্রেও নৌবাহিনীর ‘ওয়ার রুম’ থেকে ‘স্পর্শকাতর তথ্য’ পাচারের অভিযোগ উঠেছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]