7353

03/13/2025 দক্ষিণ আফ্রিকায় করোনার ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

দক্ষিণ আফ্রিকায় করোনার ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর ২০২১ ২১:৩০

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ চিকিৎসায় খাওয়ার ওষুধ হিসেবে একটি ট্যাবলেটের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার ওষুধটির উন্নয়নকারী প্রতিষ্ঠান ইসরায়েলের ওরামেদ ফার্মাসিউটিক্যাল এক বিবৃতিতে জানিয়েছে, ওরাভ্যাক্স মেডিকেলের অঙ্গপ্রতিষ্ঠানটি একটি খাওয়ার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রোগীদের নিবন্ধন শুরু করেছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ‍‘ওষুধটির জন্য কোনো পেশাদার চিকিৎসকের জন্য প্রয়োজন নেই। এর সঙ্গে টিকার সংশ্লিষ্টতা না থাকায় সম্ভাব্য গ্রহীতাদের কাছে এটি অনেক বেশি প্রত্যাশিত।’

প্রসঙ্গত, উন্নয়নশীল দেশগুলোর জন্য করোনার চিকিৎসায় খাওয়ার টিকা বা সেবনের ওষুধ অনেক বেশি আকর্ষনীয়। আবার টিকা নিতে অনাগ্রহী উন্নত দেশগুলোর নাগরিকদের বেলায় এটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]