7355

03/13/2025 ৩১ অক্টোবর ১৫ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর ১৫ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

৩০ অক্টোবর ২০২১ ২১:৩৭

১৫ দিনের রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩১ অক্টোবর) স্কটল্যান্ড, যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশ্যে রওয়ানা দিবেন তিনি।

১ থেকে ৩ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় “জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬”- এ অংশ নেবেন প্রধানমন্ত্রী।

জলবায়ু সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে।

১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনিসেফ আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ইন ইকোনমিক্স’ প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা।

সফর শেষে ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]