7361

03/31/2025 অনির্দিষ্টকালের জন্য বন্ধ চমেক, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চমেক, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম থেকে

৩১ অক্টোবর ২০২১ ০২:৫৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকাল ১০টার দিকে তিন জন আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন- নাইমুল ইসলাম (২০), মাহফুজুল হক (২৩) এবং আকিব হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চমেকে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার ও শনিবার ২ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসি জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]