7377

03/14/2025 আফগানিস্তানে গান বন্ধ করতে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ২

আফগানিস্তানে গান বন্ধ করতে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর ২০২১ ২৩:০০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে গান বন্ধ করানোর জন্য একদল অস্ত্রধারী সেখানে হামলা চালিয়েছে। এতে কমপক্ষে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। খবর- বিবিসি।

হামলাকারীরা নিজেদেরকে তালেবান বলে পরিচয় দিয়েছে। এ ঘটনায় তিন হামলাকারীর মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। তবে তারা ইসলামী আন্দোলনের পক্ষে এই হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবানরা। তখন আফগানিস্তানে গানবাজনা নিষিদ্ধ ছিল।

সর্বশেষ ওই হামলা হয়েছে শুক্রবার নাঙ্গারহার প্রদেশের সুরখ রোড ডিস্ট্রিক্টে। সেখানে একসঙ্গে দু’জোড়া যুগলের বিয়ের অনুষ্ঠান চলছিল বলে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

যে এলাকায় নারীরা থাকবেন, শুধু সেখানে গান বাজানোর জন্য আগেই স্থানীয় তালেবান নেতার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন সংশ্লিষ্টরা। রাত গভীর হলে অস্ত্রধারীরা জোর করে সেখানে প্রবেশ করে এবং লাউডস্পিকার ভেঙে ফেলার চেষ্টা করে। এতে বাধা দেন অতিথিরা। বাধা পেয়ে সশস্ত্র ব্যক্তিরা প্রকাশ্যে গুলি করে। এর জবাবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, বিষয়টি তারা তদন্ত করছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]