7382

03/25/2025 এবার ধারাবাহিকে অপূর্ব

এবার ধারাবাহিকে অপূর্ব

বিনোদন প্রতিবেদক

১ নভেম্বর ২০২১ ০২:০৩

এবার বিশেষ একটি ধারাবাহিক নাটকে যুক্ত হলেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ এ অপূর্বকে অভিনয় করতে দেখা যাবে একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে।

সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে দৃশ্য ধারণে অংশ নিয়েছেন অপূর্ব। মজার ব্যাপার হলো অপূর্ব যে পর্বগুলোতে কাজ করবেন সেগুলোর গল্পভাবনা অভিনেতার নিজেরই।

এ বিষয়ে তিনি বলেন, আমি ধারাবাহিকটির বেশকিছু পর্বই দেখেছি, বেশ ইন্টারেস্টিং। শেষ দিকে এসে যুক্ত হলাম আমি। আমার পর্বের গল্প ভাবনাটাও আমার। দর্শক বেশ উপভোগ করবেন আশা করি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]