7391

03/13/2025 হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম

হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুর থেকে

১ নভেম্বর ২০২১ ২১:৫৪

দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেজিতে ৭ টাকা কমেছে পেঁয়াজের দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

সোমবার (১ নভেম্বর) সকালে হিলি বন্দর ও বাজার ঘুরে দেখা যায়, এক থেকে দেড় সপ্তাহ আগে বাজারে যে পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ৩৫ টাকা কেজি দরে, তা বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজিতে।

আবার খুচরা ব্যবসায়ীরা ২৮ টাকা কেজি দরে ক্রয় করে তা বিক্রি করছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মনোয়ার হোসেন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, পূজার বন্ধের পর থেকে আমাদের পেঁয়াজের বিক্রি কমে গেছে। রোববার আমার এক গাড়িতে ২৫ মেট্রিকটন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। তা বিক্রি করছি ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]