7400

03/25/2025 না ফেরার দেশে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী

না ফেরার দেশে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী

বিনোদন প্রতিবেদক

২ নভেম্বর ২০২১ ০১:৫৭

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী তাহেরা চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাহেরা চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই হাসান উজ জামান মনি বলেন, ‘তাহেরা চৌধুরী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে তিনি আঘাত পান। সেদিন থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।’

তিনি আরও বলেন ‘সোমবার (০১ নভেম্বর) বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে তাহেরা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন হাসান উজ জামান মনি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]