7406

04/03/2025 যুবসমাজকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

যুবসমাজকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

সচিবালয় প্রতিবেদক

২ নভেম্বর ২০২১ ০৭:৩৬

আমাদের অমিত সম্ভাবনাময় যুবসমাজকে অবশ্যই উন্নত মানসিকতাসম্পন্ন বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১ নভেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবার জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

রাষ্ট্রপতি বলেন, ‘সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুবকদের প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও পরামর্শ দিয়ে মানবসম্পদে পরিণত করছে। ফলে, তারা স্বাবলম্বী হয়ে উঠছে।’

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘কোনো কোনো সফল আত্মকর্মী মাসিক লক্ষাধিক টাকা আয় করছেন, এটি নিশ্চয়ই একটি আনন্দের খবর। এটি অন্যদের জন্য অনুকরণীয় ও উজ্জ্বল দৃষ্টান্ত।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]