7439

03/14/2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৪ নভেম্বর ২০২১ ০০:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এতে ১০.৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। ‘ক’ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮১৫টি। পাস করেছেন ১০ হাজার ১৬৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯৪ হাজার ৫০৯ জন।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন। এসময় বিজ্ঞান অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ফল দেখবেন যেভাবে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে। এছাড়া, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে দেখা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]