7445

03/14/2025 করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

৪ নভেম্বর ২০২১ ০৪:৩১

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৮০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জন।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৭৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪৫৮ জনের। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৫২৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১.৩১ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪ লাখ ৯ হাজার ১৫৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫.৯ শতাংশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]