ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা তুফায়েলনগরে বুধবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে মাদক সেবনের দায়ে ৪ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে বিজয়নগরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলেন- -মোহাম্মদ হাসেন, হৃদয় মিয়া, রবিন মিয়া, সাদ্দাম হোসেন।
তিনি জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়নগর সীমান্তবর্তী তুফায়েলনগরে মাদক সেবন করতে আসে এমন সংবাদ পেয়ে রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ জনকে গ্রেপ্তার করে ২জনকে ৫ মাসের কারাদণ্ড ও ৫‘শ টাকা জরিমানা ও অন্য দুজনকে ৪ মাসের কারাদণ্ড ও ৪‘শ টাকা জরিমানা করা হয়। অভিযানে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলামের পুলিশ ফোর্স সঙ্গে ছিলেন।