7479

03/14/2025 করোনার চিকিৎসায় মলনুপিরাভির অনুমোদন দিলো যুক্তরাজ্য

করোনার চিকিৎসায় মলনুপিরাভির অনুমোদন দিলো যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

৫ নভেম্বর ২০২১ ২২:৫১

মহামারি করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধ মলনুপিরাভির অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের মার্ক শার্প অ্যান্ড ডমে (এমএসডি) ও রিডজেব্যাক বায়োথেরাপিউটিকস যৌথভাবে তৈরি করেছে মলনুপিরাভির নামের মুখে খাওয়ার ওষুধটি। সূত্র: বিবিসি।

সম্প্রতি করোনায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের দিনে দু’বার এই বড়ি সেবন করতে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

জানা গেছে, মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে মলনুপিরাভির নামের ওষুধটি সর্দি-জ্বরের চিকিৎসার জন্য আশা জাগানো ফল দেখিয়েছে। এই ওষুধ সেবনের ফলে অসুস্থদের হাসপাতালে ভর্তি বা মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমেছে।

এক বিবৃতিতে বৃহস্পতিবার (৪ নভেম্বর) যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘আজ আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন। এখন থেকে যুক্তরাজ্যের মানুষ ঘরে বসেই করোনার চিকিৎসা নিতে পারবেন। বিশ্বে আমরাই প্রথম দেশ হিসেবে জীবানুনাশক ট্যাবলেটের অনুমোদন দিলাম।’

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সয়ংস্থা এমএইচআরএ জানিয়েছে, এই ট্যাবলেটটি এমন লোকেদের ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে যাদের মৃদু থেকে মাঝারি কোভিড রয়েছে। এছাড়া স্থূলতা, বার্ধক্য, ডায়াবেটিস বা হৃদরোগের মতো গুরুতর একটি রোগ যাদের আছে তারাও এ ওষুধ ব্যবহারের অনুমতি পাবেন।

যুক্তরাজ্য সরকার নভেম্বরে ওষুধের প্রত্যাশিত প্রথম ডেলিভারিসহ আরো ৪ লাখ ৮০ হাজার কোর্স কিনতে সম্মত হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]