7514

03/13/2025 পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ মণ জাটকা জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ মণ জাটকা জব্দ

কলাপাড়া(পটুয়াখালী) থেকে

৭ নভেম্বর ২০২১ ২৩:৪১

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নিজামপুর কোষ্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোষ্টগার্ড।

কোষ্টগার্ড জানায়, রাত ৯টার দিকে ইলিশ ভর্তি একটি ট্রাক মহিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

তিনি আরও জানান, কোষ্টগার্ডের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকেবে। এছাড়া পরবর্তীতে অবৈধ জাটকা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]