7515

03/14/2025 চট্টগ্রামে সীমিত পরিসরে গণপরিবহন চলছে

চট্টগ্রামে সীমিত পরিসরে গণপরিবহন চলছে

চট্টগ্রাম থেকে

৮ নভেম্বর ২০২১ ০০:৩৬

জনদুর্ভোগের কথা চিন্তা করে রোববার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। সেই সিদ্ধান্তের পর আজ সকাল থেকে নগরীতে সীমিত সংখ্যায় গণপরিবহন চলাচল করছে। তবে প্রতিটি যানবাহনেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

গন্তব্যের দুরত্ব অনুযায়ী গণপরিবহনে জনপ্রতি ভাড়া ৩ টাকা থেকে ৫টাকা পর্যন্ত বাড়তি আদায় করছে পরিবহন শ্রমিকরা।

রোববার (৭ নবেম্বর) সরেজমিন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে নগরীতে টেম্পু, বাসসহ বিভিন্ন ধরনের গণপরিবহন সীমিত সংখ্যায় চলাচল করছে। যানবাহন কম এবং যাত্রী বেশি -এই সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে যানবাহন শ্রমিকরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, তারা জনদুর্ভোগের কথা চিন্তা করে রোববার সকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নগরীতে বাধাহীন গণপরিবহন চলাচল করছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]