7571

03/29/2024 রামেক হাসপাতাল এলাকা থেকে দালালচক্রের ১৫ সদস্য গ্রেপ্তার

রামেক হাসপাতাল এলাকা থেকে দালালচক্রের ১৫ সদস্য গ্রেপ্তার

রাজশাহী থেকে

১০ নভেম্বর ২০২১ ২০:৪৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ ওই এলাকার কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে অভিযান চালিয়ে প্রতারক, চাঁদাবাজ ও দালালচক্রের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- শাহজাহান আলী, খাতিজা তিশা, আব্দুল হান্নান, শামসুজ্জোহা ভুট্টু, জিম, সুমন, হাদিউল ইসলাম, নাইম হোসেন, প্রিয়া, তাহমিনা বেগম, আসমা, রিতা, মুকুল হোসেন, সোহানুর রহমান ও পলাশ।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, মূলত দালালচক্রের মাধ্যমে কয়েকজন ভুক্তভোগী রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশপাশের প্রাইভেট ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে অভিযান চালানো হয়। এ অভিযানে দালাল সিন্ডিকেটের ১৫ জন সদস্যকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আব্দুল খালেক নামে এক ব্যক্তি রাজপাড়া থানায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সিই সাথে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]