7576

03/13/2025 চট্টগ্রামে করোনা শনাক্তের হার ০.৫১ শতাংশ

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ০.৫১ শতাংশ

চট্টগ্রাম থেকে

১১ নভেম্বর ২০২১ ০০:৪১

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৬ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ২৮১ জনে।

বুধবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৫১ শতাংশ। শনাক্তদের মধ্যে ৪জন নগরের এবং ২জন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে ৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: shomoynews2012@gmail.com, shomoynews@yahoo.com