7598

03/13/2025 ভোলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ভোলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ভোলা থেকে

১১ নভেম্বর ২০২১ ২৩:৩৫

সারাদেশের ন্যায় ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচন বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভবানীপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

তবে নির্বাচনী বিধি অমান্য করে সঙ্গীসহ মোবাইল ফোন নিয়ে ভবানীপুর ইউনিয়নের ৫৭ নম্বর দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রবেশ করায় ওই ইউনিয়নের আ‘লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) আব্দুল মান্নানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করেন ভোলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এমএ তাহের সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]