7619

03/14/2025 ফতুল্লায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ১০

ফতুল্লায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ১০

নারায়ণগঞ্জ থেকে

১২ নভেম্বর ২০২১ ২২:৪৪

নারায়ণগঞ্জের ফতুল্লার লালখাঁ এলাকায় একটি ৫ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে মায়া রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৬টার পর ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকালে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে সকালে কেউ রান্না করার জন্য চুলা জ্বালালে রুমের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, বিস্ফোরণে পাশের আরও দুটি বাড়ি ও দোকানে ক্ষতি হয়। দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]