7627

03/14/2025 আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, আহত ১২

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০২১ ০৪:০২

আফগানিস্তানের নানগরহার প্রদেশের স্পিন ঘর এলাকায় একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে ১২ জন আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

অজ্ঞাতনামা তালেবান কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘স্পিন ঘর জেলার একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমি নিশ্চিত করছি।’

আতাল শিনওয়ারি নামের স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, মসজিদের ভেতরে বিস্ফোরকটি রাখা ছিল।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে। সূত্র: রয়টার্স।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]