7633

03/13/2025 ভিন্নতার জন্য অপেক্ষা করছেন সাই পল্লবী

ভিন্নতার জন্য অপেক্ষা করছেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক

১৩ নভেম্বর ২০২১ ০৯:০৫

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার অসাধারণ অভিনয় গুনে জায়গা করে নিয়েছেন সবার মনে। তিনি বেশির ভাগ কাজ করেছেন রোমান্টিক ড্রামা সিনেমাতে। আর তাই তিনি এবার নিজেকে নতুন কিছুর মাধ্যমে উপস্থাপন করতে চান।

সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথোপকথনের সময় সাই পল্লবী জানান, এবার নিজের কমিক দিকটাও যাচাই করে দেখতে চান তিনি। ক্যারিয়ারে শুধু সিরিয়াস চরিত্রেই অভিনয় করেছেন। এবার একটু ভিন্নতা প্রয়োজন বলে মনে করছেন তিনি। কমেডি ঘরানার ভালো একটি সিনেমার চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে সিনেমা জগতে পা রাখেন সাই পল্লবী। তবে সেগুলোর জন্য কোনো ক্রেডিট তিনি পাননি। মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তী সময়ে একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]