7639

03/14/2025 গুলশানে নয়তলার রেলিং থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

গুলশানে নয়তলার রেলিং থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২১ ০০:৫১

রাজধানীর গুলশান এলাকার একটি ১২তলা ভবনের নয়তলার রেলিং থেকে পড়ে শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সানা রেজওয়ান সেলিম নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শিল্পী আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে গুলশান-২ এর ৪১ নম্বর রোডের ৪৮ নম্বর বাসার সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ আজ সকালের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা এলাকার লোকজনের মুখে শুনেছি, ওই ভবনের নয়তলার রেলিং থেকে সে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]