7641

03/31/2025 কৃষভকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা!

কৃষভকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা!

বিনোদন ডেস্ক

১৪ নভেম্বর ২০২১ ০২:৫৩

মহামারি করোনাভাইরাসের কারণে কোন প্রকার অনুষ্ঠান ছাড়াই ২০২০ সালে কোর্ট ম্যারেজ করেন অভিনেত্রী পূজা ব্যানার্জি ও কুণাল ভর্মা। এর মধ্যেই তাদের কোল আলো করে এসেছে কৃষভ নামের এক ফুটফুটে পুত্র সন্তান।

কিন্তু বিয়ের অনুষ্ঠানিতকা করার শখ ছিল তাদের আর এখন এই শখ পূরণ করতে নতুন করে বিয়ের পিড়িঁতে বসছেন কুণাল ও পূজা।

আগামী ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন তারা। অনুষ্ঠান হবে গোয়াতে। আজ (শনিবার) থেকে শুরু হবে পূজা-কুণালের বিয়ের আচার-অনুষ্ঠান।

এতে থাকছে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, দধিমঙ্গল। কোনো আচারই বাদ পড়বে না বলেই জানান পূজা। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে থাকবে ছেলে কৃষভ, ছেলেই এই অনুষ্ঠানের মধ্যমণি। মা বাবার বিয়ে দেখবে কৃষভ, ওর কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখতে হবে।

তিনি আরও বলেন, গোয়াতে ছোট করেই নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। মুম্বাইতে ফিরে বড় পার্টি দেবেন ইন্ডাস্ট্রির বন্ধুদের।

গত জুন মাসেই ছেলে কৃষভ ও বর কুণালকে নিয়ে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। যদিও গত বছরের ১৫ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল পূজা ও কুণালের। অবশেষে একবছর পর সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছে এই টালি জুটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]